উদ্দীপন-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
উদ্দীপন (টহরঃবফ উবাবষড়ঢ়সবহঃ ওহরঃরধঃরাবং ভড়ৎ চৎড়মৎধসসবফ অপঃরড়হং)-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ের কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উদ্দীপন-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভায় ২০২০-২০২১ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। এ সময় চেয়ারম্যান বলেন, দারিদ্র্য সামাজিক সমস্যা। দারিদ্র্য বিমোচনে উদ্দীপন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন ফিল্ডে কাজ করছি। এরই অংশ হিসেবে হেলথ, পুষ্টি, ইকোসিস্টেম ও হারবাল এসব ক্ষেত্রেও কাজ করা হবে বলে সভায় জানান তিনি। এরপর ‘অনগ্রসর জনগোষ্ঠীর সেবায় উদ্দীপন’ শিরোনামে ২০১৯-২০২০ অর্থবছরের অগ্রগতি প্রতিবেদন এবং ২০২০-২০২১ অর্থবছরের (লক্ষ্যমাত্রা) বাজেট উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু।
এছাড়াও সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ জনাব ড. গোলাম আহাদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব রেজা সেলিম ও জনাব মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ষ্টাফ রিপোর্টার