নন্দীগ্রামে মাস্ক না পরায় বাস ও যাত্রীদের জরিমানা
মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় বগুড়া-নাটোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দুটি বাস সহ দুই যাত্রীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জরিমানা আদায় করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল ইসলাম কুন্দারহাট হাইওয়ে পুলিশের একটি টিম সাথে নিয়ে উপজেলার কাথম কোয়ালিটি ফিড মিলের সামনে মহাসড়কে ভ্রাম্যমান আদালত বসায়। নাটোরগামী বাস থামিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৪ ধারায় দুটি বাসের মালিকের ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা সহ মাস্ক না পরায় অন্য দুটি বাসের ২ জন যাত্রীর ২শ টাকা করে মোট ৪শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. নূরুল ইসলাম।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি