পুলিশ ও জনতার মধ্যে সেতু বন্ধন সৃষ্টির জন্যই বিট পুলিশিং: ওসি বদিউজ্জামান
পুলিশ ও জনগনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টির জন্যই বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হচ্ছে, নৈতিকতাবোধ জাগ্রত হলেই সমাজ থেকে অপরাধ প্রশমিত হবে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন।
মোকামতলা ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং) হরিদাস মণ্ডল, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সনাতন চন্দ্র সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলার রহমান দুলা সরদার, সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবীব সবুজ, মোকামতলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়নের বিট অফিসার এসআই আনিছুর রহমান, সচিব হেলাল হাফিজ, সাংবাদিক আপেল মাহমুদ, আতিক রহমান, তৌহিদ মন্ডল, রুহুল আমিন, ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, আবু হানি মোল্লা, শহিদুল ইসলাম, মহিলা সদস্য হেলেনা বেগম, ফাহিমা আক্তার, মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমএ মারুফ মন্ডল, উদ্যাক্তা ইউসুফ আলীসহ অত্র এলাকার সন্মানিত ব্যক্তিবর্গ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি