বগুড়ায় করোনায় আক্রান্ত ৮৪ জন,মৃত্যু ২
বগুড়ায় নতুন করে ৮৪ জন করোনায় শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৪২ জন, নারী ৪১ জন ও শিশু ১জন। আক্রান্তদের মধ্যে জেলা সদরে ৬৭জন। আদমদীঘি ৩জন, দুপচাঁচিয়া ৩জন, শেরপুর ৩জন, শাজাহানপুর ৩জন, নন্দীগ্রাম ও ধুনটে ১ জন করে। বয়স ভিত্তিক শিশু-একজন, ১৮-৪০ বছরের মধ্যে ২৯জন, ৪১-৫০ বছরের মধ্যে ২২ জন, ৫১-৭০ বছরের মধ্যে ২৯ জন এবং ৭০ বছরের ৩জন।
বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৯০ জনের নমুনা পরীক্ষায় ৭৫জন পজিটিভ এবং টিএমএসএস এ ১৫ নমুনা পরীক্ষায় ৯জন পজিটিভ হয়। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬৪ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৩ জন। নতুন সুস্থ হয়েছে ৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৮৪ জন। নতুন মারা গেছেন ২ জন। এ নিয়ে মোট মৃত্যু ১৩৬ জন। এদিকে ১ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত বগুড়া সদর উপজেলা এবং পৌরসভার বিভিন্ন এলাকায় আক্রান্ত রুগির সংখ্যা জানাগেছে। মালতীনগরে ৭২, জলেশ্বরীতলায় ৪০, ঠনঠনিয়ায় ৩৫, বাদুড়তলায় ৩২, কলোনি ২৬, নাটাইপাড়ায় ২৫, রহমাননগর ২৩, উপশহরে ২২, চেলোপাড়ায় ২০, কাটনারপাড়ায় ১৯, সেউজগাড়ি ১৬, মাটিডালিতে ১৫, জামিলনগরে ১৪, নারুলীতে ১৪. খান্দারে ১৩ জন।

ষ্টাফ রিপোর্টার