বগুড়ায় আরো ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৪
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মারা গেছে ১৪০ জন। এছাড়া জেলায় নতুন করে আরো ৭৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ছয় হাজার ৯৭ জন।
আজ শুক্রবার দুপুরে বগুড়া সিভিল সাজন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, নতুন করে ৩২৯ জনের নমুনা পরীক্ষা করে আরো ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ৪৫ জন, নারী ও শিশু ২৯ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬০ জন, শেরপুরে ছয়জন, সোনাতলায় দুইজন, দুপচাঁচিয়ায় দুইজন, ধুনটে দুইজন, শিবগঞ্জ ও গাবতলীতে একজন করে করোনায় আক্রান্ত হয়েছে।
বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে শিশু আছে সাতজন, ১৮-৪০ বছরের মধ্যে ২৯ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৬ জন, ৫১-৭০ বছরের মধ্যে ১৭ জন ও ৭০ বছরের ওপরে একজন রয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে চার হাজার ৯৪৬ জন। এখনও চিকিৎসাধীন আছে এক হাজার ১১ জন।

অনলাইন ডেস্ক