কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যেগে মানব বন্ধন ও অলোচনা সভা
২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেন্ড হামলার প্রতিবাদে শুক্রবার বগুড়ার কাহালু রেলওয়ে বটতলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যেগে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচী পালন শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও কাহালু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। উক্ত মানব বন্ধন কর্মসূচী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বরণ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগনেতা আলহাজ্ব আব্দুর রহিম। কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সাজেদুর রহমান খোকন, স্বেচ্ছাসেবকলীগনেতা রকি, বাবু, উজ্জল, সজিত, কাজল, মাসুম, ছাত্রলীগনেতা সাবা আলজামী প্রমূখ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি