দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৬জুয়ারু ৩মাদক সহ ১০জন গ্রেপ্তার
বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা(বিপিএম বার) কর্তৃক মাদক ও জুয়ার জিরো টলারেন্স নির্দেশনার আলোকে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে পুলিশ ২০আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৬জুয়ারু, ৩মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টমূলে ১জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন জুয়া খেলার অভিযোগে সুখানগাড়ী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন(৩৬), একই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম(৩১), মৃত আবুল হোসেনের ছেলে জাকির হোসেন(৩৫), আব্দুল মজিদের ছেলে শহীদুল ইসলাম(২৩) ও শহীদুল ইসলামের ছেলে এরশাদ আলী(২২) ও তারাজুন গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম(২৫), মাদক ব্যবসার অভিযোগে ছোটধাপ গ্রামের ওয়াহেদ আলীর ছেলে আজিজুল হক(২৫), চকসুখানগাড়ী গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে আজিজুল শেখ(৪০) এবং একই গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে মফিজুল ইসলাম(২৫)। এছাড়াও ওয়ারেন্টমুলে তালোড়া গয়াবান্ধা(নয়াপাড়া) গ্রামের মৃত শামছুল আলমের ছেলে আনোয়ার হোসেন(৩৫)।
থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে থানার এসআই রাশেদুল ইসলাম, এএসআই রতন রায়, মাহবুবার রহমান ও ফরিদুল ইসলাম ফোর্স সহ সুখানগাড়ী গ্রামে হাজী ইয়াছিন আলীর সরমা পুকুর পাড়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬জুয়ারুকে গ্রেপ্তার করেছে। একই টিম ওইদিন রাতে ধাপসুলতানগঞ্জ হাটের সাদাত হিমাগারের পাশে থেকে ৩জন মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টমূলে তালোড়ার গয়াবান্ধা থেকে ১জনকে গ্রেপ্তার করেছে।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে ৬জুয়ারু, ৩মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টমূলে ১জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের ২১আগস্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি