ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৬
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নারী-শিশুসহ ছয়জন নিহত হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে একটি প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও তিনজন পুরুষসহ মোট ছয়জন নিহত হয়।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক