হিলি সীমান্তে এ্যাম্পলসহ আটক-১
দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৭২ পিচ এ্যাম্পলসহ এক জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামী হিলি সীমান্তের রায়বাগ গ্রামের মুকুল হোসেনের ছেলে মামুন হোসেন (৩২)।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় হিলি সীমান্তের মংলা বাজারের পাকা রাস্তার উপর থেকে এ্যাম্পলসহ তাকে পুলিশ গ্রেপ্তার করে।
হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, শনিবার বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি ভারত থেকে মাদক দ্রব্য নিয়ে এক জন মংলা সীমান্ত দিয়ে দেশের মধ্যে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল হোসেন সঙ্গীফোর্স নিয়ে মংলা বাজারের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৭২ পিচ এ্যাম্পলসহ মামুনকে হাতেনাতে আটক করে।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

অনলাইন ডেস্ক