নান্দাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তসরা নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইদুল (৪২) ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম (২২)।
আজ শনিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, রৌমারি থেকে গরুবাহী একটি ট্রাক সকাল ৬টার দিকে তসরা এলাকায় এসে পেছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গরুবাহী ট্রাকের একজন নিহত হন। এ সময় আহত হন ওই ট্রাকেরই আরো একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক