টিএমএসএস এর উদ্যোগে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জে ত্রাণ বিতরণ
টিএমএসএস (এইচইএম অপারেশন-৪) রংপুর নিয়ন্ত্রিত ঠাকুরগাঁও জোনের বীরগঞ্জ উপজেলার করিমপুরে বৃহস্পতিবার টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতাল চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, মোহনপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম, ইউ.পি সদস্য মোঃ মাজিদুল ইসলাম, টিএমএসএস (এইচইএম অপারেশন-৪) এর ডোমেইন প্রধান মোহাম্মাদ আলী মিঠু, ঠাকুরগাঁও জোন প্রধান ওয়াকিল আহম্মেদ শিশির, অঞ্চল প্রধান মোঃ আবু তালেব, শাখা প্রধান গুণধর রায় প্রমূখ।
বন্যা দূর্গতদের মাঝে চাল, সেমাই, পানির বোতল ও মাস্ক বিতরণ করা হয়। উল্লেখ্য টিএমএসএস এর উদ্যোগে বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
