শিবগঞ্জে করোনা জয়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান
করোনা জয়ী বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর কে গতকাল রবিবার তার কার্যালয়ে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, উপজেলা অফিসাস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রকৌশলী শাহাদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আইটিসি মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, উপজেলা ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার গত ৬ আগষ্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি দীর্ঘ ১৪দিন শিবগঞ্জ সরকারি বাস ভবনে হোম কোরেন্টাইনে ছিলেন। ১৭ আগষ্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নমুনা পরীক্ষা করে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি