বগুড়ায় শিশুসহ ৫৮ জন করোনায় আক্রান্ত
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে পুরুষ ২৭ জন, নারী ২৬ ও শিশু পাঁচজন।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ২৮৭ জনের মধ্যে ৪০ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৩১ এর মধ্যে ১৮ জন পজিটিভ। ফলে মোট ৩১৮ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৫৮ জন করোনা পজিটিভ হয়েছে।
সোমবার সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৬২৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১৪৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৪৭ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৯৯৯ জন।

অনলাইন ডেস্ক