বীরমুক্তিযোদ্ধাদের জন্য সব সময় আমার দরজা খোলা
বগুড়ার কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান বলেন, বীরমুক্তিযোদ্ধাদের জন্য সব সময় আমার দরজা খোলা। ১৯৭১ সালের ২৬ মার্চ জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আপনারা দেশ স্বাধীন করেছিলেন। আপনাদের বিপদে-আপদে যে কোন সময় আমাকে ডাকবেন তখনই আমি আপনাদের ডাকে সাড়া দিব।
সোমবার বগুড়ার কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজিবর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসা বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ