হিলিতে এক মণ খড় ৪০০, ভ্যান ভর্তি ১৫০০
দিনাজপুরের হিলিতে খড়ের মণ ৪০০ টাকা ও প্রতি ভ্যান ১৫০০ টাকা দরে বিক্রি করছে খড় ব্যবসায়ীরা। বন্যা কবলিত এলাকায় গো খাদ্যের সংকট দেখা দেওয়ায় খড়ে চাহিদা বেড়েছে। পাশাপাশি অন্য বছরের চেয়ে দামও অনেকটা বেশি।
হিলি সাতনি বাজারের গরুর খামরী মাহফুজার রহমান বাবু বলেন, আমি ৯ বছর যাবৎ গরুর খামার করেছি, এর মধ্যে এই বছর খড়ের দাম অনেক বেশি। আমার খামারে বিদেশি জাতের ৭৯ টি গরু রয়েছে। তাদের খাদ্যের চাহিদা মেটাতে প্রতি বছর অনেক খড় ক্রয় করতে হয়। এইবার আমন মৌসুমে কৃষকদের নিকট ছোট-বড় ৪ টি খড়ের পালা প্রায় ২ লাখ টাকা দিয়ে ক্রয় করেছি।
তিনি আরও জানান, বন্যার কারণে কৃষকের ধান নষ্ট হয়ে গেছে, এই জন্য অনেক খড় পচে নষ্ট হয়েছে। যার কারণে চাহিদার তুলোনায় খড় কম পাওয়া যাচ্ছে।
হিলি, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটের গ্রামাঞ্চল থেকে খড় ব্যবসায়ীরা কৃষকদের নিকট থেকে খড়ের পালা ক্রয় করছে। সেই পালা থেকে ভ্যান বোঝায় করে বন্যা প্লাবিত গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও চরাঞ্চলে বেশি দামে খড় বিক্রি করে আসছে ব্যবসায়ীরা। এইবার গাইবান্ধায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমন ধানের। তাই সেই অঞ্চলে পানিতে আমন ধান তোলিয়ে যায়। দেখা দেয় গো খাদ্যের সংকট, গোখাদ্যের চাহিদা মেটাতে দিনাজপুরের বিভিন্ন এলাকা হতে ভ্যান যোগে খড় নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।
একজন খড় ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, আমরা চার জন এক সাথে খড়ের ব্যবসা করি। বিভিন্ন গ্রাম ঘুরে গৃহস্থর নিকট থেকে তাদের খড়েরর পালা ক্রয় করি। হিলির জাংগই গ্রাম থেকে ৪ হাজার টাকা দিয়ে একটি খড়েরর পালা কয় করেছি। সেই পালা থেকে চারটি ভ্যান বোঝায় করে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর নিয়ে যাচ্ছি। আশা করছি সেখানে চার ভ্যান ৬ হাজার টাকাতে বিক্রি করতে পারবো।
ঘোড়াঘাটের খড় ব্যবসায়ী আইনুল ইসলাম বলেন, আমি কৃষকের কাছে থেকে সাড়ে ৫ হাজার দিয়ে একটা খড়ের পালা কিনেছি। এক ভ্যানে সাজিয়ে গাইবান্ধা চরাঞ্চলে নিয়ে যাচ্ছি। আশা করছি খড়গুলো ৮ হাজার টাকায় বিক্রি করতে পারবো।
হিলি দক্ষিণপাড়ার আটিঁ খড় ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, ৭ থেকে ৮ টাকা দরে খড়ের আটিঁ পাইকারী কিনে ৯ টাকা দামে বিক্রি করছি। প্রতিদিন আমার ১০০ থেকে ১২০ আটিঁ খড় বিক্রি হয়।
কৃষক হাকিমপুর প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, আমন মৌসুমে আমি এইবার ৭ বিঘা জমির ধানের খড় পেয়েছি। তাতে দুই খড়ের পালা হয়েছে। একটি খড়ের পালা ৯ হাজার টাকা দরে ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছি।
তিনি আরও জানান, অন্যান্য বছরের চেয়ে এই বছর খড়ের প্রচুর চাহিদা। আর চাহিদা তুলোনায় যোগান কম থাকায় দামটাও অনেক বেশি।

হিলি (দিনাজপুর)