বগুড়ার শেরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, বেশকিছুদিন ধরে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক মির্জাপুর বাজার এলাকায় থাকতেন। সকালের দিকে ওই যুবকের লাশ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। নিহত যুবকটির বয়স অনুমান ৩০বছর। তাঁর পরণে প্যান্ট শরীরে গেঞ্জি ছিল। পুলিশের এই কর্মকর্তার ধারণা, অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান তিনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি