বগুড়ার শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু,আহত আরেক কৃষক
বগুড়ার শেরপুরে বাগানে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক কৃষকও গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবাল (২৫আগস্ট) সকালের দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ওই কৃষকের নাম মো. মোকাব্বেল হোসেন মোকা (৫০)। তিনি ওই গ্রামের কোরবান আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির পাশের বাগানে বাঁশ কাটছিলেন কৃষক মোকাব্বেল হোসেন। এসময় অসর্তকতাবশত বাঁশ বিদ্যুতের লাইনের হাইভোল্টেজ তারের সাথে লাগলে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে একই গ্রামের আরেক কৃষক শামছুদ্দিন সেখও (৬০) আহত হন। এরপর স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত কৃষক মোকাব্বেল হোসেনকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সৌরভ হোসেন জানান, হাসপাতালে আনার অনেক আগেই মোকাব্বেলের মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যুর কথা শুনেছি। তবে এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি