কাহালুর কালাই কর্নিপাড়া বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালুর কালাই ইউনিয়নের কর্নিপাড়া বাজারে কমিউনিটি পুলিশিং এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালাই ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু থানার সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির বলেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম স্যারের সার্বিক দিক-নির্দেশনায় আমি প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে গিয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সার্বিক আইন শৃংখলা সর্ম্পকে জনগনকে সচেতন করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কাহালু উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আবু ছালেক (তোতা), কালাই ইউনিয়ন বিট পুলিশিং এর সহকারি বিট অফিসার এ এস আই মাসুদ রানা, আওয়ামীলীগনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের কমিউনিটি ও বিট পুলিশিং এর সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি