বগুড়ার শেরপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. রুবেল সরকার (৪০)। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের মজিবর সরকারের ছেলে।
বুধবার বেলা সাড়ে নয়টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের হুসনাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন- শেরপুর পৌরশহরের শ্রীরামপুরপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মো. জীবন মিয়া (২৯), তাঁর স্ত্রী মিষ্টি খাতুন (২৬), একই এলকার জিতু (১৪) ও কামাল হোসেন (২৯)। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, শেরপুর থেকে ধুনটের গোসাইবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি যাত্রীবোঝাই একটি ভ্যানের ওপর উঠে যায়। এতে ভ্যান চালকসহ উল্লেখিত ব্যক্তিরা আহত হন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর হাসপাতালে নেয়া হয়। কিন্তু তাদের অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন দুপুরেই ভ্যান চালক রুবেল সরকার মারা যান বলে জানান এই স্টেশন কর্মকর্তা।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি