টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে নন্দীগ্রামের আ’লীগের শ্রদ্ধাঞ্জলি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে এ ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মোরশেদুল বারী, মখলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, কালিপদ রায়, একরাম হোসেন, মোতাহার আলী, নিকুঞ্জু চন্দ্র, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি