পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউপি’র ৩০ জন হত দরিদ্র নারীর মাঝে দু’টি করে ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশ-বিএনএফ’র আর্থিক সহায়তায় হত দরিদ্র নারীদের ছাগল পালনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন বিনামূল্যে এসব ছাগল বিতরণ করে।
বুধবার বিকেলে হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিনামূল্যে ছাগল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. মো. মোজাম্মেল হক।
হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মুছা কলিমুল্লাহ, সাবেক ইউপি সদস্য রশিদুল ইসলাম প্রমূখ।
ফেডারেশন চেয়ারম্যান আবেদ আলী বলেন, বিএনএফ’র আর্থিক সহায়তায় আমরা ৯ম কিস্তিতে হত দরিদ্র নারীদের মাঝে ৬০টি ছাগল বিতরণ করলাম। এর আগে ৮ কিস্তিতে সেলাই মেশিন, স্যালো মেশিন ও ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়েছিল।

অনলাইন ডেস্ক