কাহালুর পাইকড় ইউনিয়নে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদে লোকাল গভর্ন্যান্স প্রজেক্ট (এলজিএসপি-৩) অর্থায়নে কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাইকড় ইউ পি সচিব তাজুল ইসলাম, ইউ পি সদস্য জাকিয়া সুলতানা মিষ্টি, আঞ্জুয়ারা বেগম, শেফালী আকতার, হাফিজার রহমান বোস্তামী, আলীনুর আহসান পাপ্পু, ছোলাইমান আলী, ওমর আলী, আজমল হোসেন, সৈয়দ আলী, খোরশেদ আলম, মোসলে উদ্দিন, সারোয়ার কাজী প্রমূখ।

অনলাইন ডেস্ক