সৈয়দপুরে বাসা থেকে চুরি যাওয়া মালামাল ৬ দিনেও উদ্ধার হয়নি
নীলফামারীর সৈয়দপুর শহরের একটি বাসা থেকে চুরি যাওয়া মালামাল ঘটনার ছয় দিনেও উদ্ধার হয়নি। এ নিয়ে থানা পুলিশের ভূমিকা নিয়ে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
থানায় দেয়া অভিযোগে বলা হয়, মো. শাহাবুদ্দিন কামাল রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি - ২ এর তারাগঞ্জ জোনাল অফিসে এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদে কর্মরত রয়েছে। তিনি এক বছর যাবৎ সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া এলাকায় একটি ভাড়ায় বাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। ঘটনার দিন গত ২৩ আগস্ট দিবাগত গভীর রাতে তাঁর ভাড়া বাসায় এক দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়। ওই দিন চোরেরা রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর কর্মকর্তা শাহাবুদ্দিন কামালের ভাড়া বাসার রান্না ঘরের জানালার গ্রীল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। এরপর বাসার ঘরে থাকা স্টিলের আলমিরার লকার ভেঙ্গে সাত ভরিও বেশি ওজনের স্বর্ণ ও রূপার বিভিন্ন অলংকার, নগদ ২০ হাজার টাকা, তিনটি মূল্যমান মোবাইল সেট ফোন, জনতা ব্যাংক পাগলপীর শাখার অনুকূলে ২৫ হাজার টাকার একটি চেকের পাতা, মোটরসাইকেল ড্রাইভিংয়ের লাইসেন্সসহ চার লাখ ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। আর এ চুরির ঘটনায় গৃহকর্তা মো. শাহাবুদ্দিন কামাল পরদিন গত ২৪ আগস্ট সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
গৃহকর্তার লিখিত অভিযোগ পেয়ে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) লক্ষèী নারায়ণ বর্মণ ওই দিনই ঘটনার তদন্তে যান। তিনি জানান, চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত ও চুরি যাওয়া মালামালের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, বাসা চুরির ঘটনার গত ছয় দিন অতিবাহিত হলেও সৈয়দপুর থানা পুলিশ চুরির সঙ্গে জড়িতদের কোন হদিস করতে পারেননি। অদ্যাবধি উদ্ধার করতে পারেনি চুরি যাওয়া মালামালেও। ফলে শহরের একটি আবাসিক এলাকায় এ ধরণের দূর্ধর্ষ চুরির ঘটনায় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর গত ছয় দিনেও শহরের একটি আবাসিক এলাকার বাসা চুরির ঘটনার কোন কূল কিনারা করতে না পারায় এলাকার মানুষ পুলিশের দায়িত্বকর্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শহরের কোন না কোন এলাকায় প্রায় প্রতিদিনই বাসা বাড়ি কিংবা দোকানপাটে চুরির ঘটনা ঘটছে। এতে করে শহরে বসবাসকারী লোকজন চরম আতঙ্কে রয়েছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: