বগুড়ার শাকপালায় নাহিদ খুনের ৩ আসামি গ্রেফতার,২ জনের স্বীকারোক্তি
গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৯ টায় শাকপালা পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন খোলা মাঠে ফুলতলার নাহিদ (২৭) নামের এক যুবককে পাওনা টাকা দেয়ার নাম করে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সবাইকে দ্রুত আসামি গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন। তাঁর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বুধবার দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় দুই কিশোরসহ তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোর ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের আদালতে প্রেরণ করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হাসান খান দুই কিশোরের স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করেন এবং অপর আসামী রাব্বি হাসানকে জিজ্ঞাসাবাদের নিমিত্ত তিনদিনের পুলিশ রিমান্ডের আদেশ প্রদান করেন। অপ্রাপ্তবয়স্ক আসামির নাম ঠিকানা প্রকাশে আইনে নিষেধাজ্ঞা থাকায় তাদের নাম পরিচয় প্রকাশ করেনি জেলা গোয়েন্দা পুলিশ।উল্লেখ্য যে, ঘটনার সময় আসামীদের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার