শেরপুরে করোনায় মৃত হিন্দুদের সৎকারে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
বগুড়ার শেরপুরে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের মৃতদের সৎকার কাজে নিয়োজিত কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ ওইসব উপকরণ সামগ্রী হিন্দু ধর্মীয় নেতাদের হাতে তুলে দেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, জিবাণুনাশক স্প্রে মেশিন, ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও হ্যান্ড গ্লাভস। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ডু ও সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, পূজা উদযাপন পরিষদের নেতা জয়েন্তো চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাস রিংকু ও লোকনাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি