কাহালুতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিক সহ আটক,অতঃপর শালিসে বিয়ে
বগুড়া কাহালু উপজেলার কালাই ইউনিয়নে পিলকুঞ্জ গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীকে পরকীয়া প্রেমিক সহ আটক করেছে স্থানীয় প্রতিবেশী লোকজন অতঃপর ইউনিয়ন পরিষদে শালিসে বিয়ে দেওয়ার হয় প্রেমিক প্রেমিকার। স্থানীয় লোকজন জানান, কাহালু উপজেলার কালাই ইউনিয়নে পিলকুঞ্জ দক্ষিন পাড়া গ্রামের কমর উদ্দিনের ছেলে আজাহার আলী প্রায় সাড়ে ৩ বছর যাবৎ মালয়েশিয়ায় রয়েছেন। সেই সুবাধে প্রবাসী আজাহার আলীর স্ত্রী ফাতেমা খাতুন (২৫) এর সাথে একই এলাকার পিলকুঞ্জ পাপুড়া পাড়ার সেকেন্দার আলীর অবিবাহিত পুত্র মাসুদ (২৬) প্রায় ৩ বছর যাবত পরকীয়া সর্ম্পক গড়ে উঠে এবং তাদের মধ্যে শারিরিক সর্ম্পক স্থাপন হয় ।এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে পরকীয়া প্রেমিক মাসুদ প্রেমিকা ফাতেমা খাতুনের ঘরে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হয়। প্রতিবেশী লোকজন টের পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করেন। রাতভর চলে দেন দরবার। রাতে দেন দরবারে সমঝোতা না হওয়ায় পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তাদেরকে গ্রাম পুলিশের মাধ্যমে কালাই ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেন। পরিষদে কাহালুর বীরকেদার ইউনিয়নের কাজী আব্দুল খালেক এর সহকারী আতাউর রহমান স্বপন ও কালাই ইউনিয়নের কাজীর সহযোগী মোফাজ্জল হোসেন এর উপস্থিতিতে শালিশে পূর্বের স্বামী আজাহার আলীকে স্বামী তালাক করেন ফাতেমা খাতুন। তারপর শালিসে ২ লক্ষ টাকা দেন মহরানা ধার্য্য করে পরকীয়া প্রেমিক মাসুদ ও প্রেমিকা ফাতেমা খাতুনের বিয়ের রেজিষ্ট্রি করা হয়। উক্ত শালিসে উপস্থিত ছিলেন কালাই ইউ পির প্যানেল চেয়ারম্যান আবু তালেব, বীরকেদার ইউ পির সদস্য রুহুল আমিন মুসা, কালাই ইউ পি সদস্য গোলাম মোস্তফা, বাচ্চু, সাকিল আহমেদ সহ ছেলে ও মেয়ের পক্ষের লোকজন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি