বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের ছিলেন না, তিনি ছিলেন বিশ্ববন্ধু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষে টিএমএসএস আয়োজিত “বঙ্গবন্ধু‘র জীবন ও কর্মঃ বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু” শীর্ষক সেমিনারে শনিবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে মূখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্স (বিইউপি)‘র বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
তিনি তার প্রবন্ধে আরও বলেন ১৯৭৩-এ ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ সম্মেলনে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি শান্তি পদক’ দেয়া হয়। ওই অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব রমেশ চন্দ্র বলেছিলেন, “শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে।” বিশ্ববন্ধু অভিধাটির চয়ন সে-ই প্রথম হলো। তিনি বলেন, ২০১৯-এর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আমার বক্তব্যে এমন প্রস্তাব সম্প্রতি আমি প্রথম রেখে ছিলাম। তারপর ২০১৯-এর ১৫ আগস্ট জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ মিশন আয়োজিত আলোচনা সভায় সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী তার ‘বঙ্গবন্ধু ও বহুত্ববাদ শীর্ষক প্রবন্ধে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলেন, যার সঙ্গে সহমত হন উপস্থিত অন্যান্য দেশের কূটনৈতিক প্রতিনিধিগণ। তিনি জোর দাবি জানিয়ে বলেন, বিশ্বসভায় অভিধাটি স্বীকৃত হয়েছে; অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার, যা বর্তমান সরকারের মেয়াদকালেই হোক তা, কাংক্ষিত।
প্রবন্ধে তিনি আরও বলেন রেসকোর্সের লাখো জনতা ডাকসু ভিপি তোফায়েল আহমেদ-এর প্রস্তাবনায় সাড়া দিয়ে শেখ মুজিবকে বঙ্গবন্ধু অভিধায় ভূষিত করলো ৪৯ বছর বয়সে। সেই থেকে শেখ মুজিব বঙ্গবন্ধু; বিশ্ববন্ধু অভিধা তার অচিরেই প্রাপ্য। তার কণ্ঠ বজ্রকণ্ঠ হতো শুধু বাঙালির জন্য নয়, বিশ্বের তাবৎ শোষিত মানুষের জন্য। বুঝতে অসুবিধা হয় না কেন ফিদেল ক্যাস্ত্রো বঙ্গবন্ধু হত্যার পর বেদনার্ত কণ্ঠে মন্তব্য করেছিলেন, “শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে। ব্রিটিশ সাংসদ জেম্স ল্যামন্ড-এর খেদোক্তি ছিল, “বঙ্গবন্ধুর হত্যকান্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।” সুতরাং বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলতে দ্বিধা কোথায়?
উক্ত সেমিনারে ভার্চুয়াল জুম এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল খালেক। তিনি মূল প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। বঙ্গবন্ধুর জীবন নিয়ে কিছু নতুন বিষয়ের উপর আলোকপাত করেন। উক্ত সেমিনারে ভার্চয়ালের মাধ্যমে আরও বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের এ্যামেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন। সেমিনারে অংশ গ্রহন করে আরও বক্তব্য রাখেন সেমিনারের মূখ্য আলোচক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনের পত্নী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শওকত আরা হোসেন,বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম,বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস-উল-আলম জয়, বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান,উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন,বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার মোঃ আব্দুল হক প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বঙ্গবন্ধু ধর্ম,বর্ণ,দল,মত নির্বিশেষে সবার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারতেন। তিনি কখনো রক্তপাত চাননি। ভালবাসার মাধ্যমে তিনি সবার সঙ্গে সু-সম্পর্ক স্থাপন করতেন।তিনি কখনো বৈষম্য বিশ্বাস করতেন না। বঙ্গবন্ধু নেই কিন্তু তার স্বপ্ন আছে। তার স্বপ্ন বাস্তবায়ন করছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান। সেমিনারে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে টিএমএসএস এর পক্ষ থেকে তার কর্মময় জীবনের উপর মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করা হয়। সেমিনারটি ব্যক্তি দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।
