পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচে সন্তান প্রসব করলেন এক নারী
কোন অস্ত্রোপচার ও কারো সাহায্য ছাড়াই ৩৫ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন পঞ্চগড়ের করতোয়া সেতুর নিচে।আজ শনিবার দুপুরে সন্তারন প্রসবের পর যন্ত্রণায় ছটফট করার সময় নদীতে পাথর উত্তোলন করে আসা কয়েকজন শ্রমিকের এই দৃশ্য নজরে আসে। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও তার সন্তানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ওই নারী চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
প্রাথমিকভাবে ওই নারী নিজের নাম লিপি আক্তার এবং স্বামীর নাম মাঞ্জা মিয়া বলে জানিয়েছে পুলিশ। তার স্বামীর বাড়ি পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায়। তার স্বামী মাঞ্জা মিয়াও একজন ভবঘুরে। দীর্ঘদিন ধরেই ওই নারী মানসিকভাবে অসুস্থ্য। ৪ বছরের এক কন্যা সন্তানসহ জেলা শহরে ভিাবৃত্তি করে আসছেন ওই নারী। শহরের বকুলতলাসহ আশপাশের এলাকার দোকানপাটের সামনে থাকা শেডের নিচে সন্তানকে নিয়ে তিনি রাত্রি যাপন করতেন বলে স্থানীয়রা জানায়।পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আমরা ওই নারীর স্বামী ও তার মাকে ডেকে এনেছি। চিকিৎসার পর ওই নারীকে তাদের কাছেই হেফাজতে রাখা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের সব ধরণের সহযোগিতা করবো।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ওই নারী সেতুর নিচে সন্তান প্রসবের পর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কিন্তু কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সাহস পাচ্ছিলেন না। স্থানীয়রা বিষয়টি পুুলিশকে জানায়। পরে আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। প্রাথমিকভাবে তার চিকিৎসার ব্যয়ভার বহন করছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধি