বগুড়ার শেরপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। ওই গৃহবধূর নাম মোছা. মরিয়ম খাতুন (১৮)।আজ শনিবার (২৯আগস্ট) দুপুরের পর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামস্থ বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত এক মাস আগে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি গ্রামের সোলায়মান আলীর সঙ্গে ছোনকা গ্রামের নাসির হোসেনের মেয়ে মরিয়ম খাতুনের সঙ্গে বিয়ে হয়। গত বৃহস্পতিবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন। একপর্যায়ে দুপুরের দিকে বাড়ির একটি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শয়নক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী-কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি