শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যান রিজুর সুস্থতা কামনা করে দোয়া
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু তিনি বেশ কয়েকদিন যাবৎ শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধাীন রয়েছেন। বর্তমান তিনি অনেকটায় সুস্থ রয়েছেন। এরই মধ্যে চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর সুস্থতা কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া পাঠ করা হয়েছে।
আজ রবিবার বাদ যোহর মহাস্থান কেন্দ্রীয় মসজিদে তরুন সমাজ সেবক ও ফিরোজ কন্স্ট্রাকশন এর ম্যানেজার আলী হাসান রওনোকের উদ্যোগে চেয়ারম্যান রিজুর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহাস্থান আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মাদ আবু বক্কর সিদ্দিক, আবু খায়ের হিরোক, মিজানুর রহমান, শিবগঞ্জ ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, মোকছেদ আলী আকন্দ, ঠিকাদার আব্দুল মতিন, স্বাস্থ্য সহকারী জিল্লুর রহমান, যুবসংহতির সদস্য সচিব ফজলুল, পৌর জাতীয় ছাত্রসমাজ এর সাধারন সম্পাদ গোলাম মোস্তফা, গোলাম রব্বানী পুটু, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, জিয়াউল হক প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ