শাজাহানপুরে উপজেলা ছাত্রদলে দোয়া ও মিলাদ মাহফিল
শাজাহানপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) বাদ আছর উপজেলা মাঝিরা কেন্দ্রীয় জামে মসজিদ এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় করোনায় আক্রান্ত বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক রিগ্যানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, আবুল বাসার, মুনির হোসেন,বাবু, সাবেক সদস্য রুবেল, ইউনিয়ন ছাত্রদল নেতা মুনির,হিমেল, সৈকত, সুমন, মাহিন, মোত্তালিব, আনোয়ার, সজিব, জোবায়ের, আতিক, রাজিবুল,প্রমুখ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন মাঝিড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম।

বগুড়া প্রতিনিধি