বগুড়ায় সাংস্কৃতিক নেতা সাঈদ ও সুজনসহ সকলের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী ও সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজনসহ সকল সাংস্কৃতিক কর্মীদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে। দোয়া মাহফিলে সাংবাদিক, পুলিশ সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ দেশে-বিদেশে যারা করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তাদের সকলের সুস্থতা কামনাও করা হয়।
রবিবার বাদ আসর বগুড়া শহরের পৌর পার্ক মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহ সভাপতি মতিয়ার রহমান, আসাদ হোসেন, আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক এসএম বেলাল হোসেন, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, আব্দুল মোবিন জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, সংশপ্তক থিয়েটার সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, আমিনুল ইসলাম মানিক, ওয়ারেছ ভুট্ট, মাশুকুর রহমানসহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে করোনা ভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে বিশে^র মানুষকে রক্ষার জন্য দোয়া মোনাজাত করা হয়।

ষ্টাফ রিপোর্টার