বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬৮
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ১৭ ও শিশু ছয়জন। আক্রান্তের হার ২২.২২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ২৮২ জনের মধ্যে ৬২ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ২৪ এর মধ্যে ছয়জন পজিটিভ। মোট ৩০৬ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৬৮ জন করোনা পজিটিভ।
মঙ্গলবার সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৬৭৩৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬৪০ জন, মৃত্যুবরণ করেছেন ১৫৬ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৯৪১ জন।

অনলাইন ডেস্ক