প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৮

কাহালুতে ১০টি প্রাতিষ্ঠানিক পুকুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে ১০টি প্রাতিষ্ঠানিক পুকুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরণ

২০২০-২০২১ অর্থ বছর এর রাজস্ব খাতের আওতায় এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদের পুকুর সহ ১০টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৫০.৮৭ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

উক্ত পোনামাছ অবমুক্তকরণ এর উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী মো. মাছুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইরিনা মৌসুমী, মৎস্য সম্প্রসারণ অফিসার রাইহাতুন নাহার, সহকারি মৎস্য অফিসার শফিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন সহ মৎস্য অফিসের ক্ষেত্র সহকারিবৃন্দ।

 

উপরে