প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৩৬

ইউএনওকে হামলার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
ইউএনওকে হামলার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে: প্রতিমন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে জখম করার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্বৃত্তদের দ্রুতই বের করা যাবে বলে ওখানকার এসপি সাহেব জানিয়েছেন। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি শক্তিশালী দল কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, হেলিকপ্টার যোগে ইউএনওকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করছি।

বুধবার মধ্য রাতে ঘোড়াঘাটে সরকারি বাসায় হামলার শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা। এরপর তাকে ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বাবা চিকিৎসাধীন আছেন। তবে ইউএনওর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছে। 

উপরে