প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ২০:৫৩

বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জেলা প্রশাসনের আয়োজনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বগুড়ার সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘কোভিড-১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে বিশদ আলোকপাত করেন বগুড়া জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) মারুফ আফজাল রাজন। তিনি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের গুরুত্বারোপ বিষয়ে সুনির্দিষ্ট দিকগুলো তুলে ধরেন। আলোচনা সভায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এএইচএম রবিউল করিম স্বাগত বক্তব্যে বলেন বাংলাদেশে দিন দিন সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। এ জেলার ৬টি উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৮ হাজার নিরক্ষর ব্যক্তিকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের মাধ্যমে ঝরে পড়া ৭-১৪ বছরের শিশুদের শ্ক্ষিা প্রদান করা হবে। করোনা ভাইরাসের কারণে কর্মসূচি আপাতত বন্ধ থাকলেও প্রকল্প কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রগুলো চালু করা হবে। সবাই মিলে দেশকে নিরক্ষর মুক্ত করতে হবে। এ আলোচনা সভায় জেলা শিক্ষা সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা জিবিএস’র প্রতিনিধি এতে অংশ নেন।

উপরে