প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৭

নারী ও শিশু নির্যাতন রোধে বিশেষ ভূমিকা রাখায় কাহালু থানার এসআইকে ক্রেস্ট প্রদান

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
নারী ও শিশু নির্যাতন রোধে বিশেষ ভূমিকা রাখায় কাহালু থানার এসআইকে ক্রেস্ট প্রদান

নারী ও শিশু নির্যাতন রোধে বিশেষ ভূমিকা রাখায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএ’র সহযোগিতায় বগুড়ার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অর্ধবার্ষিক পর্যালোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। সভায় নারী ও শিশু নির্যাতন রোধে বিশেষ ভূমিকা রাখায় কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা এস আই গুলবাহার খাতুনকে ক্রেস্ট প্রদান করেন বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তফিজুর রহমান তুহিন, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক শহীদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক এস এম কাওছার রহমান, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ  আলম ঝুনু, ইউএনএফপিএ’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর তামিমা নাসরিন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, সভায় পুলিশের ৫ কর্মকর্তা ও ৬ স্বেচ্ছাসেবীকে পুরস্কার প্রদান করা হয়।

 

উপরে