শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় ২৮ সেপ্টেম্বরে আলোচনা সভা
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জন্মদিন উপলক্ষে বাদ জোহর জেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও গির্জা, মন্দির এবং প্যাগোডায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। উপজেলাগুলিতেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে।আজ বুধবার বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফী হিরো এক প্রেস বিজ্ঞপ্তিততে উপরোক্ত তথ্য জানিয়েছেন।বগুড়া জেলা আওয়ামী লীগ।

ষ্টাফ রিপোর্টার