বগুড়ার শেরপুরে হাজী পুনমির্লনী ও হজ্ব গাইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে হাজী পুনমির্লনী ও হজ্ব গাইড প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাফুরা গ্রামস্থ আবিদা ট্রেডার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। লিভানা হজ্ব গ্রুপের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার প্রাক্তণ অধ্যক্ষ মাওলানা শামসুদ্দীন। এছাড়া অন্যদের মধ্যে লিভানা হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল খায়ের, মহিপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার, শুভগাছা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা হায়দার আলী, অধ্যাপক আনিছুর রহমান, মাওলানা আব্দুল ওহাব, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মকছেদ আলী, আলহাজ্ব আইয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন। পরে দেশ-জাতির উন্নতি ও মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি