সাপাহারে নারী পুলিশদের নিয়ে ওরিয়েন্টেশন
নওগাাঁর সাপাহারে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় নারী পুলিশদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ এর সভাপতিত্বে রোববার সকাল ১০টায় স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস রাইট্স প্রজেক্ট ও ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে সাপাহার থানায় বাল্যবিবাহ নিরোধ আইন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় নারী পুলিশদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার।
প্রতিপাদ্য বিষয়ে নারী পুলিশদের নিয়ে কথা বলেন প্রকল্প সমন্বয়কারী মাহবুবর রহমান, প্রকল্পের ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ ও প্রকল্পের ফিল্ড অফিসার ভানু রানী।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: