নীলফামারীর কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে এক কৃষকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে ধাইজান নদীতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে।
বাহাগিলি ইউনিয়নের উত্তর দুড়াকুটি গ্রামের আব্দুস সালাম (৪০) বুধবার ভোর ৬ টায় ধাইজান নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। নদীতে জাল বসিয়ে তিনি নদী পার হওয়ার সময় জালে প্যাঁচিয়ে ডুবে যান। গ্রামবাসী দীর্ঘ তিন ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে দুড়াকুটি ময়দানেরপাড় থেকে সকাল ৯ টায় তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে। মৃত্য আব্দুস সালাম উত্তর দুড়াকুটি গ্রামের জয়রুদ্দির ছেলে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- নদীতে মাছ ধরতে গিয়ে জালে প্যাঁচিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি