প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২০ ১৬:১৩

সাপাহারে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি:
সাপাহারে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
নওগাঁর সাপাহারে “নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্য নিবন্ধন ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষ্যে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার  সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ  চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোহরাব হোসেন পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত )আল মাহমুদ, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন,গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান মুকুল, আই হাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার  রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক হাফিজুল, সাংবাদিক সোহেল চৌধুরী রানা । এসময়  উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপরে