প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২০ ১৬:২৬

সৈয়দপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সৈয়দপুর পরিষদ মিলনায়তনে ওই সভা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে “নাগরিক অধিকার করতে সংরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ” দিবসের এবারের প্রতিপাদ্য ওপর ওই সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, পৌরসভার প্যানেল মেয়র -২ মো. শাহীন আকতার শাহীন, পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, পৌরসভার তথ্য কর্মকর্তা  আকমল সরকার রাজু, কামারপুকুর ইউপি সচিব মো. মোখছেদুল আলম,  বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ সচিব মো. আব্দুল মান্নান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. রাসেল সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

 সভায় সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা  নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এ কে এম আমিরুজ্জামান সরকার শামীমসহ সৈয়দপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ,সাংবাদিক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।  

 

উপরে