প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২০ ১৭:০৭

তৃণমুল পর্যায়ে যুবদলকে সু-সংগঠিত করতে হবে: কেন্দ্রীয় যুবদলনেতা মামুন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
তৃণমুল পর্যায়ে যুবদলকে সু-সংগঠিত করতে হবে: কেন্দ্রীয় যুবদলনেতা মামুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মামুন হাসান বলেন, তৃণমুল পর্যায়ে যুবদলকে সু-সংগঠিত করতে হবে। তিনি আরও বলেন, নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে কাহালু পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দিবেন তার পক্ষেই ভোট করতে হবে। যাহারা ধানের শীষের বিপক্ষে ভোট করবে তারা বিএনপির সাথে বেঈমানি করে শুধু তাই নয় তারা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বেঈমানি করেন এই সব বেঈমানীদেরকে চিহিৃত করতে হবে। বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্দ্যোগে চারমাথাস্থ ডাঃ কোহিনুর কমিউনিটি সেন্টারে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। কর্মী সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম। বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা যুবদলের সভাপতি ওবায়দুল ইসলাম (সুইট) প্রমূখ। কর্মী সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক ছেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন (বাদল), যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, বিএনপিনেতা কাজী আব্দুর রশিদ, ফরিদুর রহমান ফরিদ,আনিছার রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন আজাদ, প্রভাষক হাফিজার রহমান বাবু, ফরিদ ফকির, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আলহাজ্ব আব্দুল করিম, আলহাজ্ব আব্দুল মান্নান (ভাটা), মাহবুর রহমান, যুবদলনেতা জিল্লুর রহমান, আব্দুল মোমিন, আজাদ তালুকদার, খোকন খান, পারভেজ আলম, মাহবুবুর রহমান বাবু, মিলন সরদার, প্রভাষক শাহাবুদ্দিন, মাসুদ ফকির, কামরুজ্জামান (রাজ), আব্দুল করিম, রবিউল ইসলাম, জালাল উদ্দিন, শাহিনুর ইসলাম, রঙ্গিলা সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপরে