প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২০ ১৭:২০

অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশের সেই এসআইকে থানা থেকে প্রত্যাহার

বগুড়ার শেরপুরে পুলিশি অভিযানের সময় গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশের সেই এসআইকে থানা থেকে প্রত্যাহার

বগুড়ার শেরপুরে নদীর মধ্যে নৌকায় জুয়া খেলার সময় পুলিশি অভিযানকালে গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষক আব্দুল হাইয়ের (৫০) লাশ উদ্ধারের ঘটনার পর ওই অভিযানের নেতৃত্ব দেয়া সেই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণিকে থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৮অক্টোবর) সকালের দিকে জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়। পাশাপাশি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিহত ওই শিক্ষকের লাশের ময়না তদন্ত সম্পন্ন করার পর লাশ পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান বলেন, বিগত তিন মাস আগেই পুলিশের ওই এসআইকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় বদলি করা হয়। তাই জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে বগুড়ায় পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত ০৭ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের বাঙালী নদীর চকনশী এলাকা থেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আমেনা মনসুর ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হাই (৩৫) এর লাশ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি ধুনট উপজেলার বেলকুচি গ্রামের মৃত মোজাম্মেল হক মণ্ডলের ছেলে। বর্তমানে শেরপুর শহরতলীর হামছায়াপুর এলাকায় স্ব-স্ত্রীক বসবাস করতেন। এরআগে গত ০৬ অক্টোবর মঙ্গলবার দিনগত রাত অনুমান রাত অনুমান ৯টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা আওলাকান্দি ঘাট এলাকায় বাঙালী নদীর মধ্যে নৌকায় জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণির নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশি উপস্থিতি আঁচ করতে পেরে গ্রেফতার এড়াতে কলেজ শিক্ষক আব্দুল হাইসহ বেশ কয়েক জুয়াড়ি নদীতে ঝাঁপ দেন। এরমধ্যে অন্যান্যরা সাঁতরিয়ে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও ওই কলেজ শিক্ষক বাঙালী নদীতে নিখোঁজ হন। তবে এই অভিযানে কাজীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. তাছির উদ্দীনসহ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এদিকে ঘটনার বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হলে কলেজ শিক্ষক আব্দুল হাই বাড়িতে না আসায় উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন তাঁর পরিবার। পরদিন বুধবার সকালে নিহত কলেজ শিক্ষকের স্ত্রী মোছা. আসমা খাতুন থানায় উপস্থিত হয়ে তাঁর স্বামী নিখোঁজের বিষয়টি জানান এবং উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেন। পরে ডাকা হয় স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের। তারা ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নদীতে নিখোঁজ শিক্ষককে উদ্ধারের তৎপরতা চালান। একপর্যায়ে প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে ঘটনাস্থল থেকে অনুমান এক কিলোমিটার দূরে চকনশী খালের মুখ থেকে নিখোঁজ ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহত ওই কলেজ শিক্ষকের লাশের ময়না তদন্ত সম্পন্ন শেষে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উপরে