প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২০ ১৩:৪৯

সাপাহারে বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

“প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাাঁর সাপাহারে বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে উপজেলা (ভারপ্রাাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিষ কুমার দেবনাাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে প্রাণিসম্পদ অফিসে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: লুৎফর রহমান, প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা সঞ্জীব মন্ডল সহ প্রতিটি ইউনিয়নের কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী,ভেক্সিনেটর,বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

উপরে