প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১২:৪৩

ফুলবাড়িতে কুয়াশায় ছেয়ে যাচ্ছে প্রকৃতি

ফুলবাড়ি(কুড়িগ্রাম)ঃ
ফুলবাড়িতে কুয়াশায় ছেয়ে যাচ্ছে প্রকৃতি
কুড়িগ্রামের ফুলবাড়িতে ভোর থেকে সকাল ৬.৩০মিনিট পর্যন্ত  হালকা কুয়াশায় ছেয়ে যাচ্ছে প্রকৃতি। ঘাসের উপর শিশির ফোঁটা মুক্ত দানার মত ঝিকমিক করছে। বাংলাদেশে কোনো ঋতুই সময় মেনে আসে না। ফুলবাড়ি হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীত আগাম চলে আসে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ঘঠনা ঘঠছে।
 
কাশিয়াবাড়ির সবজি চাষী কপিল উদ্দিন জানান, ঋতুর পরিবর্তনের ফলে এবার আগাম শীত পড়ছে তাতে করে শীতকালীন সবজির কী অবস্হা হবে তা আমাদের জানা নেই।এবার তিন বিঘা জমিতে সবজি চাষ করেছি। গাছ  ভালোই হয়েছে,তবে আগাম শীতের কারনে কী হবে জানি না। তবে হালকা শীতে সবজি ভালো হয়। বেশী শীতে সবজি ভালো হয় না।
 
গংগারহাটের লেপ তোষকের ব্যাবসায়ি আনারুল বলেন,আগাম শীত আসে সেহেতু আগাম লেপ তোষক তৈরি করে রাখতেছি। ফুলবাড়িতে শীত শুরুটা উপভোগ্য হলেও দিনে দিনে এ জনপদের অভাবি মানুষরা জবুথবু হয়ে পড়ে।
উপরে