প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০ ১৩:৫৭

কুড়িগ্রামে কালের স্রোতে হারিয়ে যাচ্ছে বাঁশ দিয়ে তৈরি পিটুয়া

কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে কালের স্রোতে হারিয়ে যাচ্ছে বাঁশ দিয়ে তৈরি পিটুয়া
গ্রাম বাংলায় পিটুয়া চেনে না এমন লোক খুজে পাওয়া মুসকিল।ছাতার বিকল্প হিসাবে ব্যাবহার করা হতো এই পিটুয়া(ঝাপি)।
 
পিটুয়া তৈরি করা হয় মূলত বাঁশ আর পলিথিন বা পলাশ গাছের পাতা দিয়ে।গ্রামের প্রতিটি বাড়ীতে পিটুয়ার প্রচলন। বর্ষার দিনে গ্রামের নারী পুরুষ সবাই ব্যাবহার করতো পিটুয়া(ঝাপি)। অথচ এখন পিটুয়ার কথা বললে অনেকেই চেনে না।
 
বিজ্ঞানের কল্যানে ঐতিহ্যবাহী পিটুয়ার যুগ এখন শেষের পথে। সেই স্হান দখল করে নিয়েছে আধুনিক ছাতা আর রেইনকোর্ট।
 
সরেজমিনে দেখা গেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিবের বাজারে(শাহবাজার) মোঃমফিজুল(৩৫) পিটুয়া মাথায় দিয়ে বাজার করতে ।
 
পিটুয়া ব্যাবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বাপ দাদার আমল থেকে আমরা পিটুয়া ব্যাবহার করে আসছি গ্রামীন ঐতিহ্য ধরে রাখার জন্য।
উপরে