প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০ ১৭:৩৬

সৈয়দপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সারাদেশের মতো আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুরেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস - ২০২০ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’  দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
 সৈয়দপুর উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাস্প্রতিক সময়ে প্রতি বছর দেশে ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত, ভূমিধসসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। তারপরও এ সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের আগাম পদক্ষেপ ও সর্তকতা গ্রহণের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের তুলনায় অনেকাংশে হ্রাস পেয়েছে। সেই সঙ্গে সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের পূনর্বাসনেও কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ঘরবাড়ি নির্মাণসহ নানা রকম সহায়তা প্রদান করা হচ্ছে।

সভায় বক্তারা সব রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।সভায় উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপরে