প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০ ১২:৩৭

কুড়িগ্রামে সবুজের সমারোহ,কৃষাণ কৃষাণীর স্বস্তির নিঃশ্বাস

কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে সবুজের সমারোহ,কৃষাণ কৃষাণীর স্বস্তির নিঃশ্বাস

হিমালয়ের পাদদেশে অবস্হিত কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ৫টি ইউনিয়ন ধরলা নদী কবলিত। অতি বৃষ্ঠি আর উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয়েছিল বিস্তৃর্ণ এলাকা। বন্যার কড়াল গ্রাস তবুও কৃষকের অক্লান্ত পরিশ্রমে দিগন্তজুড়ে এখন সবুজের সমাররোহ।

সরেজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন এলাকার আমন ক্ষেত ঘুরে দেখা গেছে, কৃষাণ-কৃষাণীর নিবিড় মমতায় চারা গাছ গুলো দিনে দিনে সবুজ সতেজতায় বেড়ে উঠেছে। অনেক জমিতেই ধানের শীষ আসতে শুরু করেছে। ফসলের পরিচর্যায় এ অঞ্চলের কৃষাণ-কৃষাণীর পদচারনায় মুখরিত আমনের ক্ষেত। এবারের বন্যায় কিছু আমনের ক্ষেত তলিয়ে গেলেও দ্রুত পানি কমে যাওয়ায় ফসলের তেমন কোন ক্ষতি হয়নি।

চলতি আমন মৌসুমে চাষাবাদের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রশীদ জানান, এবারে উপজেলায় আমন চারা রোপনের লক্ষ্যমাত্রা ছিল ১১হাজার ৩৪৫ হেক্টর। বন্যা কবলিত এলাকাসহ ১০ হাজার ২০০ হেক্টর জমিতে চারা রোপন সম্পন্ন হয়েছে।

উপরে